• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

যুবলীগের আহ্বায়ক গ্রেফতার চাঁদপুরে ইউপি

Gagan Alonews
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫, ২০:১৬ অপরাহ্ণ
যুবলীগের আহ্বায়ক গ্রেফতার চাঁদপুরে ইউপি
সংবাদটি শেয়ার করুন....

চাঁদপুরে শাহরাস্তি উপজেলার রায়শ্রী (দ:) ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কুতুব উদ্দিন সোহাগ পাটোয়ারীকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার সোহাগ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রসন্নপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার রায়শ্রী (দ:) ইউনিয়নের খিলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, কুতুব উদ্দিন সোহাগকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।