• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আত্মহত্যার চেষ্টা ছেলেকে বিষ খাইয়ে মায়ের ফটিকছড়িতে

Gagan Alonews
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫, ১৮:৩০ অপরাহ্ণ
আত্মহত্যার চেষ্টা ছেলেকে বিষ খাইয়ে মায়ের ফটিকছড়িতে
সংবাদটি শেয়ার করুন....

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে পারিবারিক কলহের জের ধরে শিশুপুত্রকে বিষ খাইয়ে এক মা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। এই ঘটনায় দুই বছর বয়সী ওই শিশুটির মৃত্যু হয়েছে। সংকটাপন্ন অবস্থায় মা-কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাইন্দং ইউনিয়নের ২নং ওয়ার্ডের করবলাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আবদুল্লাহ (০২) এবং তার মায়ের নাম মনি (৪০)। তিনি ওই এলাকার আহমদ কবিরের মেয়ে।

স্থানীয় বাসিন্দা জাকের হোসেন জানান, মনির শ্বশুর বাড়ি সুন্দরপুর ইউনিয়নে। ধারণা করা হচ্ছে, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করে তিনি বাবার বাড়ি চলে আসেন। এর জের ধরেই তিনি তার শিশুপুত্রকে বিষপান করান
এবং নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরিবারের সদস্যরা দ্রুত মা ও শিশুকে নাজিরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় মনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ জানান, এখনো পর্যন্ত এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।