• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,কুড়িলে যান চলাচল বন্ধ

Gagan Alonews
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ১৩:৫৪ অপরাহ্ণ
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,কুড়িলে যান চলাচল বন্ধ
সংবাদটি শেয়ার করুন....

বেতন–ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়কের উভয় লেন অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক এ কর্মসূচি শুরু করেন।

গুলশান ট্রাফিক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে নগরবাসীকে বিষয়টি জানিয়ে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিভাগ জানায়, শ্রমিকদের অবরোধের কারণে কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলের দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

ট্রাফিক বিভাগ বিকল্প রুট হিসেবে খিলখেত থেকে মহাখালী–বনানী, রামপুরা থেকে বাড্ডা–গুলশান হয়ে উত্তরা, এবং নতুনবাজার–গুলশান হয়ে উত্তরা–রামপুরা রুট ব্যবহার করার আহ্বান জানিয়েছে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখেন। এতে উত্তরা–বাড্ডা–রামপুরা রুটে তীব্র যানজট তৈরি হয়েছে। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।