• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বিভাগীয় পুলিশ আন্ত: ইউনিট ফুটবল টুর্নামেন্ট-২৫ এর শুভ উদ্বোধন পুলিশ কমিশনার কাপ ও বরিশাল

Gagan Alonews
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৫, ১৬:৫৩ অপরাহ্ণ
বিভাগীয় পুলিশ আন্ত: ইউনিট ফুটবল টুর্নামেন্ট-২৫ এর শুভ উদ্বোধন পুলিশ কমিশনার কাপ ও বরিশাল
সংবাদটি শেয়ার করুন....
পুলিশ কমিশনার কাপ ও বরিশাল বিভাগীয় পুলিশ আন্ত: ইউনিট ফুটবল টুর্নামেন্ট-২৫ এর শুভ উদ্বোধন
বরিশাল, ৩০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ (শনিবার):
আজ বিকাল ০৩ টায় বিএমপি, বরিশালের রুপাতলিস্থ পুলিশ লাইন্স মাঠে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত “পুলিশ কমিশনার কাপ ও বরিশাল বিভাগীয় আন্ত: ইউনিট ফুটবল টুর্নামেন্ট-২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট দুটোর শুভ উদ্বোধন ঘোষণা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।
পুলিশ ও জনগণের পারস্পরিক মেলবন্ধনকে আরো সুদৃঢ করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক ফিটনেস উন্নয়নের লক্ষ্যে সম্মানিত বিএমপি কমিশনার মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনা ও ডিসি (উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত “পুলিশ কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট-২৫” এ পুলিশ ইউনিট ছাড়াও বিভিন্ন স্থান ও শ্রেণী পেশার মোট ৪০ টি টিম ০৫ টি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।
এছাড়াও বরিশাল বিভাগীয় আন্ত: ইউনিট ফুটবল টুর্নামেন্ট-২৫ এ বিভাগীয় বিভিন্ন পুলিশ ইউনিট হতে মোট ১০ টি টিম অংশগ্রহণ করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স ভেন্যুতে অনুষ্ঠিত পুলিশ কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্ট-২৫ এর প্রথম রাউন্ডে আজকের উদ্বোধনী ম্যাচে বাটাজোর ফুটবল ক্লাব বনাম মোস্তফা ফুটবল একাডেমির মধ্যকার ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-২ গোলে ড্রয়ের পর ট্রাইব্রেকারে মোস্তফা ফুটবল একাডেমি ৪-২ গোলে জয় লাভ করে।
অপরদিকে বিকাল ০৫ টায় দিনের দ্বিতীয় খেলায়
বরিশাল বিভাগীয় আন্ত: পুলিশ ইউনিট ফুটবল টুর্নামেন্ট-২৫ এর প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বনাম ভোলা জেলার মধ্যকার খেলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ ম্যাচ জুড়ে একচেটিয়া আধিপত্য বজায় রেখে ৪-০ গোলে জয়লাভ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোঃ অপু সরোয়ার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব আবুল কালাম আজাদসহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রিয়া সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ, আগত দর্শকবৃন্দ ও খেলোয়াড়গন।