• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলীর নিরাপত্তাহীনতা ,অসাধু মহলের হয়রানির প্রতিবাদ

Gagan Alonews
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলীর নিরাপত্তাহীনতা ,অসাধু মহলের হয়রানির প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু সম্প্রতি তিনি এক চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

‎প্রকৌশলী জানান, কিছু অসাধু ঠিকাদার ও নামে-বেনামে পরিচয়ধারী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাকে হয়রানি ও হেনস্তা করে আসছে। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির মিথ্যা মামলা দায়ের করেছিল। তবে বিজ্ঞ আদালত মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে রায় দিয়ে তাকে বেকসুর খালাস দেন।
‎‎তিনি আরও অভিযোগ করেন, বর্তমানেও কিছু ঠিকাদার নিয়মিত অফিসে প্রবেশ করে চাঁদা দাবি করছে, ভয়ভীতি প্রদর্শন করছে এবং তার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়াচ্ছে। এতে একদিকে অফিসিয়াল কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে তিনি ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে অপমানিত হচ্ছেন।

‎এছাড়াও বিভিন্ন অনুমোদনহীন অনলাইন পোর্টালে নিয়মিত তার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। তিনি জানান, তিনি একজন প্রবীণ সরকারি প্রকৌশলী এবং আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে অবসরে যাবেন। কর্মজীবনের সুনাম নষ্ট করার জন্যই এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে তার অভিযোগ।
‎সবশেষে তিনি বলেন, “বর্তমানে আমি জীবনের নিরাপত্তাহীনতা নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। তাই এই মিথ্যা প্রচার ও অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করছি।”