• ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চার রাস্তার সংযোগ সড়কের ব্রিজটি এখন মরণ ফাঁদ

Gagan Alonews
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ১২:২৪ অপরাহ্ণ
চার রাস্তার সংযোগ সড়কের ব্রিজটি এখন মরণ ফাঁদ
সংবাদটি শেয়ার করুন....

মোঃ শাহাদাত হোসেন
উজিরপুর প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলার, আটিপাড়া জয়বাংলা বাজারের চার রাস্তার সংযোগ সড়কের ব্রিজটি এখন মরণ ফাঁদ হয়ে উঠেছে। ভারী কোন যানবাহন চলা একেবারেই সম্ভব নয়। হালকা যানবহন চলাচলের সময় যে কোন মুহূর্তে পুরো ভেঙে পড়তে পারে অর্ধ ভাঙ্গা ব্রিজটি।

ব্রিজটি চতুর্মুখী সংযোগ সড়কে হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় জন সাধারনের। সংযোগ সড়কটি উপজিরপুর উপজেলা যাওয়ার জন্য এলাকাবাসীর সব থেকে গুরুত্বপূর্ণ পথ তাই বেশিরভাগ যানবাহন নিয়ে ব্রিজটি অতিক্রম করে আসতে হয়। জয়বাংলা বাজার থেকে বাক নিতে হয় বলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। স্থানীয়রা জানান রাতের বেলা ভ্যানচালক এবং মোটরসাইকেল আরোহীর অনেকেই ভাঙ্গা ব্রিজের খাদে আটকে যায়।
তারা আরো বলেন, এখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, নুরানী, আফেজি ,কওমি মাদ্রাসা থাকায়। কিশোরদের ব্রিজের খাদে পড়ে আহত হওয়ার সম্ভবনা আছে।

স্থানীয় জনগণের প্রত্যাশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেবের নজরে আসলে ব্রিজটি পুনঃনির্মাণ ব্যবস্থা করবেন। জয় বাংলা বাজারের ব্রিজটি কারো মরণফাঁদ না হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে এলাকার জনগণ।