• ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলের ছুরির আঘাতে প্রাণ গেল পিতার

Gagan Alonews
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫, ২৩:২৩ অপরাহ্ণ
মাদকাসক্ত ছেলের ছুরির আঘাতে প্রাণ গেল পিতার
সংবাদটি শেয়ার করুন....

মোঃ শাহাদাত হোসেন
উজিরপুর প্রতিনিধি

বরিশালের উজিরপুর উপজেলার, বড়াকোঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়ায় মাদকাসক্ত ছেলের ছুরির আঘাতে প্রাণ গেল পিতার। গ্রামবাসীর হাতে তখনই আটক হয়েছে খুনি, পাষন্ড মাদক সেবী পুত্র।

এ ঘটনায় শোক এবং উত্তেজনা দুটোই বিরাজ করছে ওই এলাকায়। আজ ২৭ জুলাই, রবিবার আনুমানিক দুপুর 2 টায়, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ড, পশ্চিম কাটিয়ালপাড়া সিকদার বাড়ির সামনে ইটের রাস্তায় মোঃ শাহ আলম খান (৬৫) কে প্রকাশ্য দিবালোকে তার নিজের পুত্র মোঃ শাহরিয়ার শিমুল(৩৫) গলায় ছড়িয়ে আঘাত করে হত্যা করে। সূত্রে জানা যায় বেলা ১১ টার দিকে ছেলে আর বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়। এরই সূত্র ধরে শাহরিয়ার শিমুল তার বাবাকে একা পেয়ে ছুরির আঘাত করে হত্যা করে। স্থানীয়রা ঘটনায় স্থানে ছুটে আসলে খুনি পালানোর চেষ্টা করে, দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। আরো জানা যায় হত্যাকারী একজন নেশাগ্রস্ত, বেপরোয়া অভাবের এবং মানসিকভাবে বিপর্যস্ত ছিল। প্রায় সময়ই বাবার সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা হতো। নিহত শাহ আলম অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। নিহত শাহ আলম এবং তার ছেলে(হত্যাকারী) একসাথেই থাকতো। নিহত শাহ আলম দুটি বিবাহ করেন। হত্যাকারী তার প্রথম স্ত্রী মৃত শেফালী বেগমের সন্তান। দ্বিতীয় স্ত্রী তার পিতার বাড়িতে বসবাস করে। খুনি শাহারিয়ার শিমুল কোন কাজকর্ম করতেন না, বেপরোয়াড় স্বভাবের হওয়ায় তাকে খুব একটা পছন্দ করত না এলাকার লোকজন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল সালাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মার্কেট প্রেরণ করা হবে। হত্যা মামলা দায়ের করা হয়েছে। জনগণের সহযোগিতা এখন একটি গ্রেফতার করা হয়েছে, নিজের পিতাকে খুন করার মতো ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসি খুনির দ্রুত ফাঁসির দাবি জানান।