বান্দরবানের আলীকদমে বেড়াতে এসে বন্দুক নিয়ে খেলা করতে গিয়ে নিহত হয়েছে তোহা বিন আমিন (২২) নামের এক পর্যটক। সোমবার বিকেলে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের ম্রো জনগোষ্ঠী বসতির পাশে একটি জুমঘরে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত পর্যটকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, এখনো প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত তোহা বিন আমিনের সাথে আসা ৪ বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ২২ জুলাই সকালে নিহতের মা বাদী হয়ে তোহার বন্ধু নাবিলকে আসামি করে আলীকদম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান আবদুল করিম।
স্থানীয় সূত্রগুলো জানায়, তোহাসহ ৫ বন্ধু ঢাকা থেকে আলীকদমের কুরুকপাতা ইউনিয়নে বেড়াতে আসে। রবিবার তারা ওই জুমঘরে রাত্রী যাপন করে। পরদিন সোমবার বিকেলে জুমঘরে থাকা শিকার কাজে ব্যবহারযোগ্য গাদাবন্দুক নিয়ে নাড়াচড়া করার সময় বন্দুক থেকে গুলি বেরিয়ে এসে তোহা বিন আমিনের বুকে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত পর্যটক তোহা বিন আমিন ঢাকা জেলার ডেমরা থানার শান্তিবাগের বাসিন্দা।