• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ দফা দাবি মেনে নেয়া হয়েছে মাইলস্টোন শিক্ষার্থীদের : আইন উপদেষ্টা

Gagan Alonews
প্রকাশিত জুলাই ২২, ২০২৫, ১৪:০২ অপরাহ্ণ
৬ দফা দাবি মেনে নেয়া হয়েছে মাইলস্টোন শিক্ষার্থীদের : আইন উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবি প্রত্যেকটা যৌক্তিক। তাদের ৬ দফার সঙ্গে সরকার একমত। সবগুলো দাবি পূরণ করবে সরকার।

মঙ্গলবার দুপুর পৌনে ১টা নাগাদ কলেজের ৫ নম্বর ভবনের সামনে একথা বলেন উপদেষ্টা। এসময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর খারাপ আচরণের জন্য সরকারের পক্ষে ক্ষমা চান আইন উপদেষ্টা।

এদিন উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে পরিদর্শনে যান দুইজন উপদেষ্টা। এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে ঘিরে ৬ দফা দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এর আগে, এদিন সকাল ১০টা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে জমায়েত হতে শুরু করেন শত শত শিক্ষার্থী। তারা বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে, নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।