• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাসে আগুন চট্টগ্রামে

Gagan Alonews
প্রকাশিত জুলাই ২০, ২০২৫, ২২:৩৮ অপরাহ্ণ
যাত্রীবাহী বাসে আগুন চট্টগ্রামে
সংবাদটি শেয়ার করুন....

চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের দেওয়া আগুনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের একটি ইউনিট গিয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কোতোয়ালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, নিউমার্কেট এলাকাটি সাধারণ ব্যস্ত এলাকা। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হবে।

নন্দনকানন ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করে। সোয়া ৭টার দিকে বাসটির আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। আগুনে পুড়ে যাওয়া বাসটি নগরীর ৩ নম্বর রুটে চলাচল করতো। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।