• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বিনিয়োগে নিরাপদ নন দেশের ব্যবসায়ীরা : নুর

gazette
প্রকাশিত মে ১৯, ২০২৫, ১৮:২৭ অপরাহ্ণ
নতুন বিনিয়োগে নিরাপদ নন দেশের ব্যবসায়ীরা : নুর
সংবাদটি শেয়ার করুন....
বিভিন্ন কারণে দেশে ব্যবসায়ীরা ব্যবসায় নতুন বিনিয়োগে আস্থা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দেশের বিনিয়োগকারীরা আর্থিকভাবে নিরাপদ না বলেও জানিয়েছেন তিনি।

দেশের একটি বেসরকারি টেলিভিশনে এক টক শোতে এসব কথা বলেন নুর।

তিনি বলেন, ‘কয়েক দিন আগে বিভিন্ন আইডিয়া নিয়ে এমন একটা আলোচনা দেখা গেল, দেশে বিনিয়োগের নহর বয়ে যাচ্ছে।পরে পত্রপত্রিকায় নিউজ হলো সব ভোগাস। বিদেশিরা বলছেন, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা আস্থা পাবেন না। যে সময় বিদেশি বিনিয়োগকারীরা দেশে ছিলেন তখনই বিভিন্ন শোরুমসহ ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর হলো। বিদেশিরা এটা দেখে কখনো চাইবে না এখানে বিনিয়োগ করতে।নুর বলেন, ‘দেশের অনেক ব্যবসায়ীরা বলছেন, তারা নতুন বিনিয়োগে আস্থা পাচ্ছেন না। কেউ নতুন করে বিনিয়োগ করার সাহস পাচ্ছেন কারণ ওই প্রতিষ্ঠানে হামলা হলে ব্যবসায়ীকে পথে বসতে হবে। নিজ দেশের বিনিয়োগকারীরাই নিরাপদ না। সেখানে বিদেশি বিনিয়োগকারীরা কিভাবে আস্থা পাবেন?’ প্রশ্ন রাখেন নুরুল হক নুর।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিশেষ সহকারীদের মধ্যে ১৪ জন দ্বৈত নাগরিক বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি। তিনি বলেন, ‘দ্বৈত নাগরিকত্ব থাকলে সে সংসদ সদস্যই হতে পারেন না। অথচ অন্তর্বর্তী সরকারে মন্ত্রী ও উপমন্ত্রী পদমর্যায় অনেকে দ্বৈত নাগরিক।’

সরকারে থাকা এসব দ্বৈত নাগরিকরা পশ্চিমা ঐসব দেশের প্রতি আনুগত্য দেখাবে বলে মন্তব্য করেন তিনি।