• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কোন আত্মঘাতী সিদ্ধান্ত নিবেন না ইসলাম ও স্বাধীনতার বিরুদ্ধে

gazette
প্রকাশিত মে ৭, ২০২৫, ১৯:১৬ অপরাহ্ণ
কোন আত্মঘাতী সিদ্ধান্ত নিবেন না ইসলাম ও স্বাধীনতার বিরুদ্ধে
সংবাদটি শেয়ার করুন....

অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর ও ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী বলেছেন, আপনি মানবিক করিডোর ও নারী সংস্কার কমিশনের নামে ইসলাম, মুসলমান এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আত্মঘাতী কোন সিদ্ধান্ত নিবেন না। ৬ই মে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেলে মোকাম্মেল কুতুবুল আকতাব হযরত শাহসুফী আলহাজ্ব সৈয়দ আব্দুস সাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী রহঃ এ-র উফাত দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা সৈয়দ ছালেহ আহমাদ মামুন বলেন, সরকার কুরআন হাদিস বিরোধী কিছু কার্যক্রম আমার দেশে প্রতিষ্ঠা করতে চাইতেছে যা কোনভাবেই সমীচীন হবে না।

নারী সংস্কার কমিশনের নামে কুরআন হাদিস বিরোধী সরাসরি দশটি সুপারিশ করা হয়েছে যা বাস্তবায়ন হলে আমরা মুসলমানিত্ব ধরে রাখতে পারবো না। এই বিষয়ে সরকার কোন সিদ্ধান্ত নিতে চাইলে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলব। কোনভাবেই তাসলিমা নাসরিন ও নাস্তিকদের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না। কারণ এই দেশের মানুষ ওলী-আউলিয়াদের রুহানি দোয়ার কারণেই সকল প্রকার আসমানী আজাব গজব থেকে বেঁচে আছে।
তিনি আরও বলেন, আমি বাংলাদেশ সরকার ও ড. ইউনূসকে আহ্বান করবো- আপনি মুসলমান বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশের বিরুদ্ধে কোন আত্মঘাতী সিদ্ধান্ত নিবেন না। এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত ও পীর মাশায়েখদের বিরোধী কোন এজেন্ডা যাতে বাস্তবায়ন না হয় আপনি এবিষয়ে সজাগ হোন।

ফান্দাউক দরবার শরীফ মিলনায়তনে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর শাহসুফী মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনীর সভাপতিত্বে ওই সেমিনারে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার প্রায় ২০ টি দরবারের পীর, ভক্ত মুরিদ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, এই দেশে ইসলাম ইসলাম ও মুসলমানের মূল ভিত্তি স্থাপন হয়েছে ওলী-আউলিয়াদের মাধ্যমে যার কারণে বাংলাদেশে ৯২ শতাংশ মুসলমান। যারা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এদেশের মুসলমানকে নেতৃত্ব দিয়ে আসছে বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবে তারা যদি এবিষয়ে সতর্ক না হয় তবে দেশকে অশান্তির দিকে ঠেলে দিবে।

বক্তারা আরও বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী মুসলমানের সাথে সরকার যেভাবে বৈষম্য করছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। গাজীপুরের ইমাম রইস উদ্দিনের খুনিদের গ্রেফতার করতে প্রশাসন যে গড়িমসি করছে তা মূলত স্বৈরাচারীর নামান্তর। প্রয়োজনে আমরা আবারও বাংলাদেশের সকল পীর মশায়েখ, দরবার ও সুন্নী মতাবলম্বী আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ঢাকার বুকে সমাবেশের ডাক দিব তারপরও বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে দিবনা। দাদাহুজুর কিবলা ফান্দাউকী রহঃ এ-র জীবন ও কর্ম শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন, ফান্দাউক দরবার শরীফের মুখপাত্র পীরজাদা মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, মুফতি সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী, মুফতি সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী, মুফতি সৈয়দ সালমান ফার্সি, মৌকারা দরবারের শাহ সাহেব বিশিষ্ট লেখক ও কলামিস্ট মাওলানা শাহ মোহাম্মদ মাসুদ, বাজুকা দরবার শরীফের পীরজাদা মাওলানা ইমরান আহমদ, মাওলানা হাফিজ আহমদ, মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাফিজ আলাউর রাহমান টিপু, বিশকোটি দরবার শরীফের পীর মাওঃ আব্দুল্লাহ আন নিজাম মাশহুদ, জগৎপুর দরবার শরীফের পীর মাওলানা মাহবুবুর রহমান, খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ আহমদ বখত মতিন, মথুরাপুর দরবার শরীফের পীর মাওলানা সৈয়দ রোম্মান সিরাজী, চুনারুঘাট আমরোড ছাহেব বাড়ির মাওঃলানা আব্দুল হালিম, কচুয়া দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক আহমদ ক্বাদরী আল ওয়ায়েসী, দাতমন্ডল দরবার শরীফের পীর মাওলানা আলাউদ্দিন আহমদ আল ক্বাদরী, নাসিরপুর দরবার শরীফের পীর মাওলানা সৈয়দ মোকাল্লিদ, জেটাগ্রাম দরবার শরীফের পীর মাওলানা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া, বালুচর দরবার শরীফের পীরজাদা আব্দাল হোসাইন মাহিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সদস্য মাওঃ ইসলাম উদ্দিন দুলাল, আহেল সুন্নাত ওয়াল জামাতের নাসিরনগর উপজেলার নেতা মাওলানা আতাউর রহমান গিলমান, মাওঃ গোলাম মোহাম্মদ খান, সিপাহশালার সৈয়দ নাসিরুদ্দিন রহঃ এ-র ১৪তম বংশধর সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, গোটমা সাহেব বাড়ির মাওলানা সৈয়দ মোশাহিদ হোসাইন, শাহসুফী মাওলানা শওকত আলী মির্জাপুরী, ঢাকা রায়েরবাগের জামেয়া দারুল হাবিবের প্রিন্সিপাল ড. আনোয়ার হোসাইন সাইফী, দাঁতমন্ডল আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস হোসাইন, ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওঃ আবুবকর ভূইয়া, ফান্দাউক দরবার শরীফের প্রবীণ খাদেম মাওলানা হাফেজ আব্দুর রহমান, মাওঃ ইব্রাহিম সিদ্দিকী, ফান্দাউক দরবার শরীফের মোবাল্লিগ মুফতী শাহআলম মাছুমী, মাওলানা কামাল উদ্দিন আনসারী, মাওলানা আক্তারুজ্জামান শাহ মাছুমী প্রমূখ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা সাইফুল ইসলাম হোসাইনী, মাওলানা হাবিবুর রহমান ফারুকী সহ দরবার শরীফের উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও ভক্ত মুরিদগণ। পরিশেষে ফিলিস্তিন, ভারত ও বিশ্ব মুসলিমের কামনা করে ফান্দাউক দরবার শরীফ পীর মুফতি সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী মোনাজাত করেন।