• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে

gazette
প্রকাশিত মে ৭, ২০২৫, ১৯:০৯ অপরাহ্ণ
মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে
সংবাদটি শেয়ার করুন....

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট, বাংলাদেশ এই মানববন্ধনের আয়োজন করে।

ট্রাস্টের সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী বলেন, সুফি মিজানুর রহমান একজন সফল ও সৎ উদ্যোক্তা। বাংলাদেশের শ্রেষ্ট করদাতা। দেশের বিভিন্ন স্থানে মানবিক কার্যক্রম পরিচালনায় তার অনেক অবদান রয়েছে। তার বিরুদ্ধে এই মামলা ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন বলে মনে করি। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাই।

মানববন্ধনে আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের সদস্য সৈয়দ শওকত রানা বলেন, ‘সুফি মোহাম্মদ মিজানুর রহমান একজন সজ্জন ব্যক্তি। তিনি একজন ভালো শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে সবাই ওনাকে চেনেন। সেই সত্তর দশক থেকে শুরু করে শিক্ষা, ধর্মীয় ও অন্যান্য খাতে ওনার প্রচুর অবদান রয়েছে। ওনার নামে একটা মিথ্যা মামলা হয়েছে। সেই মামলাটা আমরা অবিলম্বে প্রত্যাহার চাই এবং তীব্র নিন্দা জানাচ্ছি।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট এর সেক্রেটারী ড. সুরায়েত রাহমান আশরাফী, মোহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী, ফারুক আশরাফী, মহসীন আশরাফী এবং আল জামিয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম- এর প্রিন্সিপ্যাল মাওলানা শাহরিয়ার আশরাফী, উক্ত মাদ্রাসার শিক্ষক- ছাত্রবৃন্দ এবং সিলসিলা আশরাফিয়ার মুরিদানগণ।