পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট, বাংলাদেশ এই মানববন্ধনের আয়োজন করে।
ট্রাস্টের সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী বলেন, সুফি মিজানুর রহমান একজন সফল ও সৎ উদ্যোক্তা। বাংলাদেশের শ্রেষ্ট করদাতা। দেশের বিভিন্ন স্থানে মানবিক কার্যক্রম পরিচালনায় তার অনেক অবদান রয়েছে। তার বিরুদ্ধে এই মামলা ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন বলে মনে করি। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাই।
মানববন্ধনে আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্টের সদস্য সৈয়দ শওকত রানা বলেন, ‘সুফি মোহাম্মদ মিজানুর রহমান একজন সজ্জন ব্যক্তি। তিনি একজন ভালো শিল্পপতি, ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে সবাই ওনাকে চেনেন। সেই সত্তর দশক থেকে শুরু করে শিক্ষা, ধর্মীয় ও অন্যান্য খাতে ওনার প্রচুর অবদান রয়েছে। ওনার নামে একটা মিথ্যা মামলা হয়েছে। সেই মামলাটা আমরা অবিলম্বে প্রত্যাহার চাই এবং তীব্র নিন্দা জানাচ্ছি।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন আঞ্জুমান-এ-আশরাফীয়া চ্যারিটেবল ট্রাস্ট এর সেক্রেটারী ড. সুরায়েত রাহমান আশরাফী, মোহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী, ফারুক আশরাফী, মহসীন আশরাফী এবং আল জামিয়াতুল আশরাফীয়া ইজহারুল উলুম- এর প্রিন্সিপ্যাল মাওলানা শাহরিয়ার আশরাফী, উক্ত মাদ্রাসার শিক্ষক- ছাত্রবৃন্দ এবং সিলসিলা আশরাফিয়ার মুরিদানগণ।