বিশ্বের অন্যতম সম্ভাবনাময় অর্থনীতির দেশে পরিণত হয়েছে বাংলাদেশ—এমন মন্তব্য করে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় আয়োজিত একটি আর্থিক সম্মেলনের ফাঁকে বেসরকারি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উত্থান, প্রযুক্তিপ্রেমী যুবসমাজ এবং সরকারের সহযোগিতার আশ্বাস তুলে ধরে এ আহ্বান জানান। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ শুধু ঘনবসতিপূর্ণ একটি দেশই নয়, বরং এটি আজ জনসংখ্যা ও প্রযুক্তি উভয়ের দিক থেকেই অনন্য সম্ভাবনার দেশে পরিণত হয়েছে। বর্তমানে দেশের অর্ধেক জনগণের বয়স ৩৭ বছরের নিচে যারা প্রযুক্তি শিক্ষায় দক্ষ এবং নতুন ব্যবসায়িক ধারণা বাস্তবায়নে সক্ষম। ইউনূস উল্লেখ করেন, ভারতের সাতটি রাজ্য, নেপাল এবং ভুটানের সমুদ্রপথ না থাকায় বাংলাদেশ তাদের জন্য সমুদ্রপ্রবেশের একমাত্র জানালা হতে পারে। এই প্রাকৃতিক ও কৌশলগত সুবিধা বিশ্ব বাণিজ্যের জন্য এক বিশাল সুযোগ তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, বিদেশি উদ্যোক্তারা চাইলে বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তর করতে পারেন, কারণ বর্তমান সরকার সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। ইউনূস জানান, সম্প্রতি বাংলাদেশ একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে, যেখানে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। শুধু তাই নয়, তার নেতৃত্বাধীন সরকার দেশের অর্থনীতি, বিচারব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে কাঠামোগত সংস্কার এনেছে, যা আগে ১৬ বছর ধরে উপেক্ষিত ছিল। এই পরিবর্তনের ধারাই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।
সভায় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ এবং জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। বাংলাদেশের উন্নয়ন, তরুণ নেতৃত্ব ও কৌশলগত অবস্থান এখন বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আন্তর্জাতিক বাণিজ্যের আগামী অধ্যায়ে বাংলাদেশ একটি সাহসী এবং বাস্তব সম্ভাবনার নাম হয়ে উঠছে।