• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্ক-ইসরায়েলের আলোচনা শুরু সিরিয়ায় সংঘর্ষ এড়াতে

gazette
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ১৯:৪৫ অপরাহ্ণ
তুরস্ক-ইসরায়েলের আলোচনা শুরু সিরিয়ায় সংঘর্ষ এড়াতে
সংবাদটি শেয়ার করুন....

সিরিয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আলোচনা শুরু করেছেন তুরস্ক ও ইসরায়েলি কর্মকর্তারা। কারণ সিরিয়ায় দুটি আঞ্চলিক শক্তির সামরিক বাহিনীই সক্রিয় রয়েছে।

তুরস্কের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আজারবাইজানে দুই পক্ষের মধ্যে এই আলোচনা শুরু হয়েছে। যার লক্ষ্য হলো এই অঞ্চলে সামরিক অভিযান নিয়ে সম্ভাব্য সংঘর্ষ বা ভুল বোঝাবুঝি এড়াতে একটি চ্যানেল স্থাপন করা।

আলোচনার পরিধি বা সময়সূচী সম্পর্কে আরও বিস্তারিত না জানিয়ে সূত্র জানিয়েছে, এই ম্যাকানিজম প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ইসরায়েল সিরিয়ায় সম্প্রতি বিমান হামলা জোরদার করেছে, যা দামেস্কের নবগঠিত সরকারকে সতর্কবার্তা হিসেবে বর্ণনা করা হচ্ছে। একই সঙ্গে তুরস্কের নতুন সরকারের সঙ্গে কাজ করছে তুরস্কও।

গত সপ্তাহে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, তুর্কি সামরিক দলগুলো সিরিয়ায় কমপক্ষে তিনটি বিমান ঘাঁটি পরিদর্শন করেছে। যেখানে তারা দামেস্কের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে নিজেদের বাহিনী মোতায়েন করতে পারে।

২০২৩ সালে গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে দখলদার বাহিনীর সমালোচনা করছে তুরস্ক। এখন উভয় পক্ষই জানিয়েছে, তারা সিরিয়ায় সংঘর্ষ চায় না।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান নিশ্চিত করেছেন আলোচনা চলছে। এই ধরনের প্রক্রিয়া দুটি আঞ্চলিক শক্তির বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি রোধ করার জন্য প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন তিনি।