• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশ একাত্তরে অর্জিত : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

gazette
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ২০:০২ অপরাহ্ণ
স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশ একাত্তরে অর্জিত : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
সংবাদটি শেয়ার করুন....

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একাত্তর এই দেশকে জন্ম দিয়েছে এবং আমরা একটি স্বাধীনতা অর্জন করেছি, রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ, এই স্বাধীনতার যে কনসেপ্ট, সেটিকে নষ্ট করে দিয়ে গেছে।

আজ বুধবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা মনে করি যে দেশের প্রতিটি নাগরিক যতক্ষণ না পর্যন্ত মনে করবেন তিনি স্বাধীন, তাঁর বাক্‌স্বাধীনতা আছে, ফ্রিডম অব এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত আসলে ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি, চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।’