জনাব নুরুল হক
* বিভিন্ন এজেন্সি ও মিশনের এবং টাকা যেখানে অসত্য বলে সেখানকার সব সংগৃহীত টাকার হিসাব রাখা উচিত।
অন্যান্য
* পাট, চা ইত্যাদি কৃষিজাত পণ্যের ভবিষ্যৎ কী?
শেখ আবদুল আজিজ
১. আসন্ন যুদ্ধ মাথায় রেখে নিম্নলিখিত বিষয়গুলো শুধু মন্ত্রিপরিষদের হাতে না ছেড়ে এসব বিষয়ে কার্যনির্বাহী কমিটির সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া উচিত:
ক) অভ্যর্থনা শিবিরের ১০২ তরুণের ভবিষ্যৎ কী হবে।
খ) আওয়ামী লীগের নেতারা তাদের কর্মীদের কী কী নির্দেশনা দেবেন।
গ) যুদ্ধ পরিচালনার দায়িত্ব কেবল মন্ত্রিপরিষদের নেওয়া উচিত হবে না, কারণ স্বাধীনতার সংগ্রাম কত দিন চলবে তা কারও জানা নেই।
ঘ) সাধারণ মানুষ বা এফএফদের কোনো সময়সীমার কথা ঘোষণা করা ঠিক হবে না—দীর্ঘায়িত যুদ্ধ হতাশার ছায়াপাত ঘটাবে।
ঙ) আওয়ামী লীগ আর মুক্তিযোদ্ধাদের ভেতর চারটি ঘাঁটি তৈরি করা দরকার।
কে এম ওবায়দুর রহমান
১. অভিযানে প্রাণহানি নিয়ে সেক্টর কমান্ডার–২–এর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি।
২. মেজর শওকত আলী পদত্যাগ করেছেন—(ব্যবস্থা নেওয়া হয়েছে)।
৩. মেজর জলিল সেক্টর কমান্ডার–৯—বাংলাদেশের অভ্যন্তরে থাকা আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।
৪. সেক্টর–৮–এর কমান্ডার—জানা ছিল না, কিন্তু জার্মানি থেকে আনা হয়েছে? এবং মেজর ওসমানের পরিবর্তে সেক্টর–৯–এর কিছু অংশের দায়িত্ব দেওয়া হয়েছে।
জনাব মিজানুর রহমান চৌধুরী
১. ঘণ্টাখানেক অপেক্ষার পরও, অগ্রিম আমন্ত্রণ জানানো সত্ত্বেও সেক্টর কমান্ডার–২ আসেননি। তাঁর উসকানিতে ভাষণ দেওয়ার সময় জওয়ানেরা এ প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ তাদের জন্য কী করেছে।
২. তাঁর বাহিনী ইয়াহিয়ার বাহিনীর মতো ধর্ষণসহ সব ধরনের অপকর্মে যুক্ত। চাঁদপুর মহকুমায় তারা ডাকাতি, লুট ও ধর্ষণ করেছে।
৩. এমবির২৭ আচরণবিধি সম্পর্কিত আইন জারি করা উচিত।
৪. সিএএর ক্ষমতা ও কার্যক্রমের সুনির্দিষ্ট সংজ্ঞা থাকা আবশ্যক।
৫. ‘ছেলেদের’ সঙ্গে …(অস্পস্ট)–এর আচরণ বৈষম্যমূলক।
৬. ক্যাপ্টেন হায়দারের প্রশিক্ষণার্থীরা—তাদের অর্ধাংশই আওয়ামী লীগের নামে স্লোগান দেয়নি।
৭. নিষ্ঠুরভাবে শুল্ক আদায় করা হয়েছে—অভিযোগের ভিত্তিতে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। লুট করা জিনিসপত্র ভাগজোগ করা হয়েছে এবং পুরো বিষয়টাই ধামাচাপা দিয়েছে।
৮. প্রশিক্ষণার্থী এবং প্রদত্ত অস্ত্রশস্ত্রের হিসাব সেক্টর কমান্ডার ছাড়াও রাজনৈতিক নেতৃত্বের কাছে থাকতে হবে।
৯. রাজনৈতিক নেতৃত্বের হাত দিয়ে ভাতা পরিশোধ করতে হবে।
১০. আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্বের অনুমোদন ছাড়া কাউকে হত্যা করা উচিত হবে না।
১১. এসএল প্রশিক্ষণার্থী,—আমাদের ছেলেদের দায়িত্ব আওয়ামী লীগকে নিতে হবে।
১২. প্রতিটা সেক্টরে হাসপাতালের ব্যবস্থা।
১৩. রাজনৈতিক অনুপ্রেরণা।
১৪. ক্যাম্পের দায়িত্বে থাকা সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের ভাতা দিতে হবে।
১৫. ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য বিবেচনা করা উচিত। যতটুকু ভূমি আমরা দখল করতে পেরেছি, তা হাতছাড়া হতে দেব না।
১৬. অস্থায়ী সংবিধান দেওয়া উচিত।
জনাব এম এ হান্নান২৮
১. সিএএ তাদের ক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে লিখিত নির্দেশ পেয়েছে এবং তা মানা উচিত।
২. নিয়মিত যোদ্ধাদের দলীয় আদর্শে দীক্ষিত করার দরকার নেই—অনিয়মিতদের উদ্দীপনা জোগাতে হবে।
৩. নৌ–কমান্ডারদের দ্বিতীয় দলটিকে বিএলএফ সাহায্য করেনি, বরং নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
৪. আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে বিএলএফ কুৎসা রটাচ্ছে।
৫. সাব্রুম এলাকায় ওষুধের সংকট—অ্যাম্বুলেন্স প্রয়োজন।
৬. ক্যাম্পের দায়িত্বপ্রাপ্তরা ১৫০ টাকা করে পাবে—এটা কমিয়ে ৫০ টাকা করা যাবে না।
৭. গেরিলাযুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতা–কর্মীদের গেরিলাযুদ্ধে প্রশিক্ষিত করতে হবে।
৮. আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মাসে একবার আঞ্চলিক সদর দপ্তরে বৈঠকে বসা উচিত