• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

আর কখনো দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না : এ্যাটর্নি জেনারেল

gazette
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ২২:১০ অপরাহ্ণ
আর কখনো দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না : এ্যাটর্নি জেনারেল
সংবাদটি শেয়ার করুন....
অসীম কুমার বিশ্বাস

ঝিনাইদহ ব্যুরো চিফ

দেশে আর কোন ফেসিষ্টদের আস্তানা করতে দেওয়া হবে না, আর কোন ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না, দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না বলে কঠিন হুঁশিয়ারি দিলেন এ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফেসিষ্ট শেখ হাসিনা তার দলীয় নেতা কর্মীদের বিপদের মুখে ঠেলে দিয়ে নিজের পরিবারের সবাইকে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।

ঝিনাইদহ শৈলকুপায় নাগরিক সমাজ আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে অনেক নেতা কর্মী ও শেখ পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন।

এ্যাটর্নি জেনারেল আরো জানান, বাংলাদেশে আমরা আর কখনো স্বৈরশাসন কায়েম করতে দেব না। ইফতার মাহফিলে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজসহ বিভিন্ন পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।