• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি খাসজমিকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে ২০ জন আহত

gazette
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ২০:৫৬ অপরাহ্ণ
সরকারি খাসজমিকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে ২০ জন আহত
সংবাদটি শেয়ার করুন....

অসীম কুমার বিশ্বাস
ঝিনাইদহ ব্যুরো চিফ

জমিজমা দখল করা নিয়ে সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের বিশ জন। ঝিনাইদহ শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের কুমার নদের সরকারি খাসজমি সরকারের কাছ থেকে দীর্ঘদিন বন্দোবস্ত করে নিয়ে চাষাবাদ করে আসছে একই গ্রামের সেলিম হোসেন। তবে ৬ই আগষ্ট একই গ্রামে আমিরুল ঐ জমির একটা অংশ নিজের নামে দাবী করে দখল করে নেয়।

এরপর থেকে গ্রামের সেলিম ও আমিরুলের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। তবে এর আগেও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সর্ব শেষ গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিম হোসেনের সামর্থক চাঁদ ও মোজামকে মারধর করে। এই ঘটনা নিয়ে রাত একটার দিকে সেলিমের সকল সমর্থকরা মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে আমিরুলের সমর্থকরা সেলিম হোসেনের সামর্থকদের উপর দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরলে দুই পক্ষের বিশ জন আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে