• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার বরগুনায় ছাত্রলীগের

gazette
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ২০:৪৯ অপরাহ্ণ
সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার বরগুনায় ছাত্রলীগের
সংবাদটি শেয়ার করুন....

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিসাদ হাসান প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে বরগুনা পৌর শহরের পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রিন্স বরগুনা পৌরসভার আমতলার পাড় নামক এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌর শহরের লোহাপট্টি নামক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি দোকান থেকে সাবেক ছাত্রলীগ নেতা রিসাদ হাসান প্রিন্সকে আটক করা হয়। পরে বিকেলে জেলা যুবদলের এক নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্সকে একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।