বিএমপি গোয়েন্দা শাখার এসআই/মোঃ মেহেদী হাসান, সংঙ্গীয় এএসআই/মহসিন সবুজ, এএসআই/ মোঃ কবির হোসেন, কং/ মোঃ রুহুল আমিন, কং/ মোঃ সাইফুল ইসলাম, কং/ মোঃ আকিদুর রহমান, কং/ মোঃ সোহেল রানা, কং/ মোজাম্মেল হক, নারী কং/ নাজমীন আক্তার গনের সমন্বিত বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬-০৮-২০২৫ খ্রিঃ , রাত ২১.৪০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন ০৫ নং রহমতপুর ইউপির ৩ নং ওয়াডর্স্থ রামপট্রি বাজারের জনৈক হারুন পোদ্দারের তিন তলা বিল্ডিং সংলগ্ন ঢাকা- বরিশাল মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ সাইফুল ইসলাম (২৬), পিতা- আবুল প্যাদা, মাতা- ছালেহা বেগম, সাং- আয়লা, বেলতলী, প্যাদা বাড়ি, আয়লা ব্রীজ বাজার, ৩ নং ওয়ার্ড, কনকদিয়া ইউপি, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী ২) ফারজানা বগম (৩০), পিতা- মৃত আলী মিয়া, মাতা- নিলুফা লিলুয়া, সাং- কাটাবিল, কাটাবিল মসজিদের পাশে, ১৮ নং ওয়ার্ড, কুমিল্লা সদর সিটি কর্পোরেশন, থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা- কুমিল্লা ৩) মোসাঃ সুমি (৩৫), পিতা- আবুল কালাম, স্বামী- মোঃ রাসেল, সাং- সুবোপুর, সুবোপুর বড় মসজিদ সংলগ্ন, চকবাজার, ০৬ নং ওয়ার্ড, কুমিল্লা সদর পৌরসভা, থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা- কুমিল্লা’দের হেফাজত হতে ২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করা হয়।