• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায়

Gagan Alonews
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৫, ১৫:১৭ অপরাহ্ণ
অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায়
সংবাদটি শেয়ার করুন....

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সাংবাদিক রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছারওয়ার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক মাছুরা খানম,  নারগীছ আক্তার, কামরুন্নাহার, সহকারি শিক্ষক সোনিয়া পারভিন, ইজাজুল করিম, সাকাওয়াৎ হোসেন, পলাশ চন্দ্র, কামাল পাশা, জিল্লুর রহমান, আতিকুর রহমান প্রমুখ।

এসময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ গড়ার দায়িত্ব শুধু শিক্ষকের নয়, এর জন্য অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। বিখ্যাত মনীষীদের স্বপ্ন ও কর্ম সম্পর্কে আলোচনা করে শিশুদের উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি ছেলেমেয়েদের মানসিক বিকাশে খেলাধুলার ওপর জোর দেন তারা।