আগৈলঝাড়ায় ১৫৯টি পূজামন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি জহির উদ্দিন স্বপন ।
গতকাল শনিবার বিকেলে উপজেলার মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যতিন্দ্রনাথ মিস্ত্রির সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, বরিশাল জেলা বিএনপির সদস্য সঞ্জয় গুপ্ত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, দীনেশ হালদার, শ্যামল ঘটক প্রমুখ।
জহির উদ্দিন স্বপন বলেন, এই উপজেলায় বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশী পূজা অনুষ্ঠিত হয়। এই পূজায় বিএনপির পক্ষ থেকে সকল ধরনের সহযোগীতা করা হবে।