• ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সদস্য প্রত্যাহার, আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তি

Gagan Alonews
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫, ২৩:১৫ অপরাহ্ণ
পুলিশ সদস্য প্রত্যাহার, আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তি
সংবাদটি শেয়ার করুন....

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তির অভিযোগে পিরোজপুর আদালতে কর্মরত এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গত বুধবার রাত ১১টার দিকে পিরোজপুর জেলা জজ আদালতের সামনে এ ঘটার পর তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যের নাম মাসুদ রেজা। তিনি কনস্টেবল পদে পিরোজপুর আদালতে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম বলেন, বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। রাতে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’ করেন মাসুদ রেজা।

এ সময় স্থানীয় জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সদর থানা-পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদে নেয়।

তিনি বলেন, তাৎক্ষণিক পুলিশ সুপারের নির্দেশে কনস্টেবল মাসুদকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি রবিউল ইসলাম।