• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

খেজুর বন প্যাভিলিয়ন এক্সপো ২০২৫-এ আমিরাতের

gazette
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৫, ১৯:৫৪ অপরাহ্ণ
খেজুর বন প্যাভিলিয়ন এক্সপো ২০২৫-এ আমিরাতের
সংবাদটি শেয়ার করুন....

জাপানে শুরু হতে যাওয়া ওসাকা এক্সপো ২০২৫-এ অংশ নিতে খেজুর গাছের আদলে নির্মিত ‘ফরেস্ট’ প্যাভিলিয়ন উন্মোচন করেছে সংযুক্ত আরব আমিরাত। ভূমি থেকে ইথারে ( Earth to Ether) শিরোনামের এই প্যাভিলিয়নটির মাধ্যমে আমিরাত তাদের ঐতিহ্য ও ভবিষ্যৎ প্রযুক্তির মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করতে চায়। এক্সপোটি চলবে ২০২৫ সালের ১৩ এপ্রিল থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।

এই প্যাভিলিয়নের স্থাপত্য নকশায় রয়েছে খেজুর গাছের অনুপ্রেরণায় নির্মিত ১৬ মিটার উঁচু ৯০টি স্তম্ভ, যা একটি সবুজ বনানী পরিবেশ তৈরি করবে। এটি শুধু একটি ভবন নয়, বরং এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা, যেখানে দর্শনার্থীরা আমিরাতের মহাকাশ গবেষণা, স্বাস্থ্যসেবা ও পরিবেশবান্ধব প্রযুক্তির অগ্রগতির গল্প জানতে পারবে।

ভেতরে থাকছে ‘Woven Legacies’ নামে একটি ডকুমেন্টারি ইনস্টলেশন, যেখানে তুলে ধরা হবে দেশটির উদ্ভাবক, নেতা ও সাধারণ মানুষের সাফল্যগাথা। পাশাপাশি থাকবে ৪০টিরও বেশি উন্মুক্ত অনুষ্ঠান—যেমন টেকনোলজি ফোরাম, স্বাস্থ্য বিষয়ক আলোচনা এবং তরুণদের ক্ষমতায়নের কর্মসূচি।

ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী নোরা আল কাবি বলেন, আমাদের অংশগ্রহণের মূল ভিত্তি হলো সংলাপ, সহযোগিতা ও সম্মিলিত অগ্রগতির ধারণা।

প্যাভিলিয়নে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন ঐতিহ্যবাহী আমিরাতি খাবার, যা আধুনিক রন্ধনপ্রযুক্তির ছোঁয়ায় পরিবেশিত হবে। পাশেই থাকবে হস্তশিল্প ও পুনর্ব্যবহারযোগ্য সামগ্রীর দোকান। এতে ভ্রমণকারীরা নিজেদের সঙ্গে নিয়ে যেতে পারবেন আমিরাতের উদ্ভাবনী সংস্কৃতির একটি স্মারক।

বিশেষ দিন হিসেবে ১৯ সেপ্টেম্বর পালন করা হবে ‘ইউএই ডে’, যেখানে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনী ও নানা ইন্টারঅ্যাকটিভ আয়োজন। এই আয়োজনে ইউএই তাদের বৈশ্বিক বন্ধুত্ব ও অগ্রগতির লক্ষ্যে এক অনন্য বার্তা পৌঁছে দিতে চায়।