• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

বাস খাদে পড়লো ফরিদপুরে নিহত ৫

gazette
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫, ১৩:৫৬ অপরাহ্ণ
বাস খাদে পড়লো ফরিদপুরে নিহত ৫
সংবাদটি শেয়ার করুন....

ফরিদপুরের সদর উপজেলায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ‍ধাক্কা লেগে খাদে পড়ে গেছে একটি বাস। এতে পাঁচ নিহত ও অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে।মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার বাখুন্ডায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস সার্ভিস।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক খুঁটি দুটি ভেঙে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পাড়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলে। দুর্ঘটনায় বেশিরভাগ যাত্রীই আহত হয়েছেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দুজজন নারী, তিনজন পুরুষ। এদের মধ্যে একই পরিবারের দুজন রয়েছেন। তাদের পরিচয় বিস্তারিত পাওয়া যায়নি।