• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

হাইওয়ে পুলিশের আহ্বান ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকার

gazette
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ২০:০৯ অপরাহ্ণ
হাইওয়ে পুলিশের আহ্বান ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকার
সংবাদটি শেয়ার করুন....
ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড় এলাকায় বুধবার (২৬ মার্চ) দুপুরে ঈদ উপলক্ষে মহাসড়ক পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

পরিদর্শন কালে মো. দেলোয়ার হোসেন মিয়া বলেন, ‘ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভ্রমণ থেকে সবাই বিরত থাকুন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।

খোলা ট্রাক, পিকআপ এবং বাসের ছাদে যাত্রীদের ভ্রমণ না করতে ও চালকদের দ্রুত গাড়ি না চালাতেও আহ্বান জানান তিনি।

অতিরিক্ত আইজিপি আরো বলেন, ‘ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল প্যাট্রলিং, কুইক রেসপন্স টিম, সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা নজরদারি ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে চন্দ্রা ত্রিমোড়সহ মহাসড়কের সব স্থানে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা এক যোগে কাজ করছে।

তিনি আরো বলেন, ‘ঈদকে সামনে রেখে যে সমস্ত পরিবহনে অতিরিক্ত টাকা, ভাড়া নিবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘর মুখো মানুষ যেন যেন স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে পুলিশ তা সার্বক্ষণিক নজর ধারি করছে।’

এ সময় ডিআইজি সফিকুল ইসলাম, হাবিবুর রহমান, ছালমা আক্তার রুপফার সুলতানা, আবুল কালাম আজাদ, এডিশন ডিআইজি মো. সামসুল আলম, আখতারুজ্জামান, এডিশনাল এসপি সীমা রানী সরকার, নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন সহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।