• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সৎ মা কর্তৃক শিশু কন্যাকে বিষ পান করিয়ে হত্যা

gazette
প্রকাশিত মার্চ ১০, ২০২৫, ২১:০৪ অপরাহ্ণ
সৎ মা কর্তৃক শিশু কন্যাকে বিষ পান করিয়ে হত্যা
সংবাদটি শেয়ার করুন....

অসীম কুমার বিশ্বাস
ঝিনাইদহ ব্যুরো চিফ

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর সৎ মা কর্তৃক শিশু কন্যাকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত সৎ মা হোমায়রা খাতুন বন্যাকে গ্রেফতার করে ঝিনাইদহ রেপিড একশান ব্যাটেলিয়ন ৬ । গেল রাত একটার দিকে অভিযান চালিয়ে মহেশপুরে শিশুতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গেল ১ লা মার্চ তারিখে ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা ভোমরা ডাঙ্গা গ্রামে ছোট্ট শিশু মাহমুদা তার সৎমা হোমায়রা খাতুন বন্যার কাছে জুস খাওয়ার জন্য আবদার করলে, কোমল পানীয় বোতলের ভিতরে বিষ ভড়ে মাহমুদাকে খাইয়ে দেয় তার সৎ মা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে গত বৃহস্পতিবার বিকেলে শিশু মাহমুদার মৃত্যু হয়। এই ঘটনায় মৃত শিশুর পিতা শাহিন আলম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় তার স্ত্রী হোমায়রা খাতুন বন্যাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঝিনাইদহ রেব- ৬ কোম্পানী কমান্ডার মেজর নাহিদ জানান, মামলা দায়ের করা ২৪ ঘন্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঝিনাইদহ মহেশপুর উপজেলার শিশু তলা গ্রামের এক নিকট আত্মীয়ের বাড়িতে গোপনে অবস্থান করছে হোমায়রা খাতুন বন্যা। পরে রাত একটার দিকে অভিযান চালিয়ে সেখান থেকে আসামিকে গ্রেফতার করে কোটচাঁদপুর মডেল থানায় সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।