অসীম কুমার বিশ্বাস
ঝিনাইদহ ব্যুরো চিফ
ঝিনাইদহ মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। দুপুরে থানার মধুপুর বাজার সংলগ্ন এলাকায় শত শত মানুষ ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাছুমের নির্মাণ শিল্প প্রতিষ্ঠানের কারনে পরিবেশ দূষণে অতিষ্ঠ হয়ে অবরোধ করেন। প্রায় ঘন্টাব্যাপী চলা অবরোধ কর্মসূচি সমাপ্তি হয় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর আশ্বাসে।
এলাকাবাসীর অভিযোগ গত পনের বছর আগে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের পাশে মধুপুর বাজারে আওয়ামীলীগের নেতা ও ঠিকাদার মিজানুর রহমান মাছুম নির্মাণ শিল্প অর্থাৎ পিচ, খোয়া,পাথর ও সিমেন্ট প্রসেসিং প্রতিষ্ঠান স্থাপন করেন। এরপর থেকে এলাকাবাসীর নানাবিধ অভিযোগ করে আসছিল কারণ রাস্তা ও বিভিন্ন নির্মাণ শিল্প প্রসেসিং করার জন্য এলাকায় সবসময় শব্দ বায়ু ও পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী রাত দিন ২৪ ঘন্টা উড়ন্ত ছাই ও কালো ধোঁয়ার কারণে স্থানীয়দের ঘরবাড়িতে বসবাস করতে কষ্ট হচ্ছে।
শুধু তাই নয় পাশে থাকা আবাদি জমিতে ধূলোর কারণে ফসলের চরম ক্ষতি ও মানুষের শ্রবন শক্তি কমে যাওয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। মিজানুর রহমান মাছুম ক্ষমতার অপব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি চালিয়ে আসছে। তবে অবরোধ ও বিক্ষোভের একপর্যায়ে সাময়িক ভাবে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। বিক্ষোভকারীরা সন্তোষ প্রকাশ করে ঘরে ফিরে যায়।
এসময় রাস্তার দুই পাশে কমপক্ষে দুই শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন আটকা পড়ে জনভোগান্তির মুখে পড়ে সাধারণ যাত্রীরা। এসময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, আরাবপুর হাইওয়ে থানার ওসি ফয়সাল আহমেদ , সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী ও এসি ল্যান্ড সজল কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তারা