বিএমপি গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/ মোঃ জাহিদ হাসান, এএসআই(নিঃ)/ মোঃ হাসানুজ্জামান, এএসআই(নিঃ)/দিদারুল ইসলাম, কং/৭১৮ কে এম রফিকুল ইসলাম, কং/৫৪৩ মোঃ মেহেদী হাসান খান, কং/৪১৪ মোঃ ইমাম হোসেন, কং/৪৪৩ মোঃ জুলফিকার হোসেন, কং/ ৫৮৮ মোঃ জসিম উদ্দিন, কং/৫৭০ মোঃ শফিকুল ইসলাম গনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৮/০৮/২০২৫ খ্রিস্টাব্দ বেলা ১২:৫০ টায় বন্দর থানাধীন ০৯নং টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন, ০৩নং ওয়ার্ড, নরকাঠী সাকিনস্থ লাহারহাট স্পীডবোট ঘাটে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। শাহ মোহাম্মদ হাছান(৩৩), পিতা- আকবর হোসেন, মাতা- শামীমা আক্তার, সাং- সবুজগ্রাম, পোস্ট- আলেকজান্ডার, থানা- রামগতি, জেলা- লক্ষ্মীপুর এর হেফাজত হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার পূর্বক তাকে আটক করেন।